- আসসালামু আলাইকুম
- সবাই কেমন আছেন আশাকরি ভালো আছেন আমি ও আল্লাহর রহমতে ভালোই আছি
- আমাদের মধ্যে অনেকেই অনেক সময় ফোন মেমোরি সমস্যায় ভুগে থাকে,আমরা যদি সঠিক নিয়ম জানি তাহলে আর এই সমসসায় ভুগতে হয় না,আজকে আমি দেখাবো কিভাবে আপনার ফোন মেমরি খালি করবেন,আমরা
- সবাই নিজে রাই পরিস্কার থাকতে ভালোবাসি কিন্তু আমাদের সখের ফোন টাকে পরিস্কার রাখি না,কিভাবে আজ এর সমস্যা সমাধান করা যাই আজ আমি আর আপনি মিলেই এর গভীরে যেয়ে সমাধান করবো,তো চলুন শুরু করা যাক
- প্রথমে আপনার ফোনের সেটিং এ যান,তারপর Storage এ ক্লিক করুন,ঠিক নিচের নিয়ম ফলো করুন,কিছু স্ক্রিনশট,Internet Storage এ ক্লিক করুন,নাম্বার ১ পদ্ধতি
Cached Data তে ক্লিক করে ৪,৫ বার করে ডিলিট করতে থাকুন
- তাহলেই দেখবেন আপনার ফোন মেমরি অনেক ফ্রি হয়ে যাবে আগের থেকে অনেক স্পেস বেড়ে যাবে,নিচের এই পদ্ধতি অনুসরণ করে আরো জায়গা বার করে ফেলতে পারবেন
- নাম্বার ২ পদ্ধতি
- আমরা সাধারণত আমাদের ফোন জেই apps গুলা ব্যবহার করে থাকি মূলত তারাই একটু একটু করে প্রতি দিন জায়গা খেতে থাকে ফলে আমাদের ফোন মেমরি ফুল হয়ে যাই,আমরা ইচ্ছা করলে এই apps গুলাকে আবার নতুন অবস্থায় নিয়ে যেয়ে আমাদের ফোন মেমরি খালি করে ফেলতে পারি তবে হ্যা সেই ক্ষেত্রে আমাদের এপ্লিকেশন গুলো আবার পুনরায় নতুন ভাবে কাজ করবে,আপনার ফোনের Setting থেকে Application অথবা এপপ্স options এ চলে যান,ঠিক নিচের মতো করে কাজ করুন,যেমন দেখুন এখানে আমার ফেইসবুক এপপ্স জায়গা খেয়েছে এক সাথে ২৭২ মেগাবাইট
- এখন এই টার ডাটা ক্লিয়ার করে দিলেই আমার ফোন মেমরি থেকে ২৭২ মেগাবাইট জায়গা বেরিয়ে যাবে তবে সেই ক্ষেত্রে apps টা আবার নতুন ভাবে চালু হবে,তো এইটার ডাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি,তো আপনার ফোনে জেই apps গুলা সব থেকে বেশি জায়গা খেয়েচে সেই apps গুলার ডাটা দেখে দেখে ক্লিয়ার করে দিবেন তাহলেই আপনার ফোন মেমরি থেকে জায়গা বের হয়ে আসবে.....
- আর হ্যা আমাদের সাইটে নিয়মিত ভিজিট করতে ভুলবেন না,আসাকরি প্রতি নিয়ত নতুন কিছু শিখতে পারবেন
- যদি না বুঝতে পারেন ১ বার নয় ১০ বার জিগ্যেস করুন,আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো,রাত জেগে টিউন লিখতে কষ্ট মনেকরি না,তাহলে Reply দিতে দ্বিধা বোধ করব কেন ?
- সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ট্রিক পেতে সব সময় ট্রিকগেইনের সাথেই থাকুন ধন্যবাদ
0 Comments